Independence & National Day of Bangladesh||MOSCOW||2010

যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।রাশিয়াতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মূল অনুষ্ঠন উদযাপিত হয় মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে।স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দূতাবাসের রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা ডঃএস এম সাইফুল হক। দুপুরে রাষ্ট্রদূত মহোদয় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের বাংলাদেশ হাউসে স্বাগতম জানান।তিনি আগত অতিথিদেরকে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস গোপা চক্রবর্তী,মিনিস্টার ডঃ মোঃজহিরুল ইসলাম,কাউন্সেলর এবং হেড অব চ্যান্সারী মোঃ আব্দুল আলিম,কমার্শিয়াল কাউন্সেলর নুর মোঃ মাহবুবুল হকসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঐ দিনই বিকেলে দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। মস্কোতে বসবাসরত বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাংলাদেশী ও ছাএ-ছাএীরা উক্ত নৈশভোজে অংশ নেয়।