Bhasu Bihar, Bogra, Bangladesh – 1

বগুড়া থেকে ২৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত নাগর নদীর কোল ঘেসে প্রাচীন গুপ্ত যুগের সময়কার বৌদ্ধ সভ্যতার এক অন্যন্য নিদর্শন ভাসু বিহার। ধারণা করা হয় এটি সেই সময়কার একটি নামকরা বিশ্ববিদ্যালয় ছিল। তার অনেক প্রমানও পেয়েছে গবেষকরা। ভাসুবিহারে পাওয়া গেছে ৩০ কক্ষ বিশিষ্ট এক ধংশাবসেষ। ছোট ছোট ধংস পাওয়া এই প্রকোষ্ট গুলো মনে করিয়ে দেয় প্রাচীন এই অঞ্চলে শিক্ষার ব্যাপক প্রসারতার কথা। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমন লিপিতে প্রাচীন বাংলার রাজধানী বগুড়ার পুন্ড্রবর্ধন খ্যাত মহাস্থানের পাশে এই বিশ্ববিদ্যালয়ের কথা বর্ণনা করেছেন। গঠনশৈলীতে অত্যান্ত আকর্শনীয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর তালিকাভুক্ত এবং প্রতœত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এই প্রাচীন দর্শনীয় স্থানটি আজ দর্শকহীন ভাবে পড়ে আছে।